পাইকগাছার সড়কে তাল বীজ ও গাছের চারা রোপন

পাইকগাছার সড়কে তাল বীজ ও গাছের চারা রোপন

পাইকগাছার সড়কে তাল বীজ ও গাছের চারা রোপন

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও তাল বীজ রোপন করা হয়েছে।

 

কল্যাণী ফাউন্ডেশন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এসএমসি ও পিটিএ কমিটির সহযোগিতায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত ঠেকাতে বৃহস্পতিবার দুপুরে কপিলমুনির হাউলি-গোয়ালবাথান ৫ কিলোমিটার সড়কের দুপাশে ৪ হাজার তাল বীজ, ৫'শ নিম ও ২ 'শ কদবেল গাছের চারা রোপণ করা হয়।